ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইটবোঝায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে লতিফুল কবির (৫৮) নামে এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার উপজেলার তালসার রোডের ফুলবাড়ি নামক স্থানে এ দুঘর্টনা ঘটে। নিহত লতিফুল কবির ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামের মৃত আবু তাহের বিশ্বাসের ছেলে। তিনি ঝিনাইদহ কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, লতিফুল কবির দুপুরে মোটরসাইকেলে করে কোটচাঁদপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি ইটবোঝায় ট্রাক্টর তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় কোঁটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম