ময়মনসিংহের তারাকান্দায় তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। তারাকান্দা থানা পুলিশ বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এই তিন মাদক কারবারিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তারাকান্দা থানার এসআই আব্দুল মালেক, শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম, এএসআই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক পৃথক অভিযানে তাদের আটক করে। আটককৃতরা হলো- উপজেলার কুরকুচিকান্দা গ্রামের আকাম উদ্দিন (২৫), তিলাটিয়া গ্রামের রফিকুল ইসলাম রবি (৫২) ও মাঝিয়ালী গ্রামের আসলাম (২৮)।
এ বিষয়ে তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, আটক ৩ মাদক কারবারির নামে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে। এরপর তাদেরকে ময়মনসিংহ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল