নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ উদীচি শিল্পগোষ্ঠি নোয়াখালী জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদীচি শিল্পগোষ্ঠি নোয়াখালী জেলা শাখার সভাপতি এডভোকেট মোল্লা হাবিবুর রসুল মামুন এর পরিচালনায় বিভিন্ন স্কুল ও কলেজের ৮০ জন শিশু শিল্পী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মি আবদুল আউয়াল, সিনিয়র সাংবাদিক বখতিয়া শিকদার, আকবর হোসেন সোহাগ, গাজী রুবেল, শাহ আলম মুক্তিযোদ্ধা ও লায়লা পারভীনসহ অতিথিবৃন্দ। বিকেল ৪ টায় বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন