১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:৪২

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জ প্রতিনিধি

ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫০ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানার এস আই মিন্টু বৈদ্য, এস আই খায়রুল বাশার ও এ এস আই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাটিকামারী স্কুল এন্ড কলেজের সামনে থেকে মাদক ব্যবসায়ী দ্বীন ইসলাম (৪২) এবং মিজানুর রহমান (৪৭) কে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা ও ঝালকাঠী থেকে দুই মাদক ব্যবসায়ী উপজেলার বাটিকামারী নামক স্থানে মাদকের চালান নিয়ে আসছে। পরবর্তীতে তাদের ১৫০ ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর ১০ (ক) রুজু করে গোপালগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর