আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমান বলেছেন, সারাদেশে জামায়াত-বিএনপি যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে তা করতে দেওয়া হবেনা। তারা আন্দোলনের নামে কোনও প্রকার নৈরাজ্য করলে কঠোর হাতে দমন করা হবে।
দেশব্যাপী বিএনপির নৈরাজ্য ও অস্থিরতা তৈরীর প্রতিবাদে ফরিদপুরে বিশাল শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজপথে সব সময় ছিল, এখনো আছে। রাজপথে থেকেই আগুন সন্ত্রাসীদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে তখন জামাত-বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে থামাতে পারবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, মো. ফারুক হোসেন, মাসুদুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, নিয়াজ জামান সজিব প্রমুখ। শান্তি সমাবেশে ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শত শত নেতাকর্মীরা মিছিল সহকারে অনুষ্ঠানস্থলে যোগ দেয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ