১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জুলহাসকে (৪০) গ্রেফতার করেছে ময়মনসিংহের হালুয়াঘাট থানা পুলিশ। বৃহস্পতিবার র্যাব ও পুলিশের একটি আভযানিক দল রাজধানীর কমলাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এ তথ্যটি নিশ্চিত করেন হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কর্মর্কতা (ওসি) মো. শাহীনুজ্জামান খান। গ্রেফতারকৃত জুলহাস হালুয়াঘাট উপজেলার বাহিরশিমুল গ্রামের চকেরকান্দা এলাকার আঃ রশিদের পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বিগত ২০১৮ সালে এক শিশুকে ধর্ষণের অভিযোগে ভিকটমের মা বাদী হয়ে তার বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানায় ১টি মামলা দায়ের করেন।
এ মামলায় একবার গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পায় জুলহাস। বিচারিক প্রক্রিয়া শেষে জুলহাসের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন আদালত। রায়ের পর থেকে সে পলাতক জীবনযাপন করে আসছিল। এছাড়াও হালুয়াঘাট থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে জানা যায়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. শাহীনুজ্জামান খান জানান, ডিএমপির ভাষানটেক থানায় করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জুলহাসকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ