সিরাজগঞ্জে ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে আওয়ামী লীগের উদ্যোদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের মুক্তির সোপানে বিশাল শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কে.এম. হোসেন আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, সদর আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, নারী নেত্রী ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সাবেক সংরক্ষিত আসনের সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস প্রমুখ।
বক্তারা বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে পাড়া-মহল্লায় সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। এছাড়াও জেলার তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, চৌহালী, ও কাজিপুরসহ বিভিন্ন ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/এএ