১২ ফেব্রুয়ারি, ২০২৩ ০১:৩৮

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে জয়ী করলে তাদের নেতৃত্ব মেনে নিব: নজরুল ইসলাম খান

অনলাইন প্রতিবেদক

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে জয়ী করলে তাদের নেতৃত্ব মেনে নিব: নজরুল ইসলাম খান

বক্তব্য দিচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। সে নির্বাচনে জনগণ যদি আওয়ামী লীগকে জয়ী করে তাহলে আমরা তাদের নেতৃত্ব মেনে নিব। আর ভোট না দিয়ে জোর করে ক্ষমতায় যেতে চাইলে কেউ মানবে না। যদি জনগণের কাছে দায়বদ্ধ সরকার হয়, আর সেই সরকার বুঝতে পারে ৫ বছর পর আবার এই জনগণের কাছেই যেতে হবে, তাহলে বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়াবে না।

শনিবার বিকালে জামালপুরে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নে বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো ও ১০ দফা দাবিতে ইউনিয়নে পদযাত্রা শেষে কুলকান্দি বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন।

কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে পথসভায় জেলা বিএনপির সহ-সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু ও সাবেক সিনিয়র সহ সভাপতি শহিদুর রহমান শহীদসহ অনেকে বক্তব্য রাখেন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর