বাগেরহাটের মোরেলগঞ্জে অষ্টম শ্রেণির এক কিশোরী ছাত্রীকে(১৪) ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে ছুরিকাঘাতের ঘটনার আসামি বাচ্চু মৃধাকে(৪৫) গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে মানববন্ধন করেছেন ছাত্রীর বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
রবিবার বেলা ১টার দিকে জিউধরা সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পরিষদের সদস্য শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করেন।
বিদ্যালয়ের প্রায় ৫ শ' শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, সহকারি শিক্ষক সোহেলী পারভিন, পরিচালনা পরিষদের সদস্য মো. হারুন হাওলাদার, কবির মৃধা, শিক্ষার্থী মায়েদা আক্তার, মো. হাসান ও ওই ছাত্রীর মা বক্তৃতা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন