দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. ওমর ফারুক নামে কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরের চাঁদপুর মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওমর ফারুক (২০) বিরামপুর পৌর শহরের হাসপাতাল সড়কের মডার্ন ক্লিনিক এলাকার আব্দুল খালেকের ছেলে। সে বিরামপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বিরামপুর সরকারি কলেজে আসে ওমর ফারুক। কলেজ থেকে মোটরবাইকের তেল নেওয়ার জন্য চাঁদপুর তেলের পাম্পে আসে। তেল নিয়ে ফেরার পথে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ওমর ফারুক ঘটনাস্থলেই প্রাণ হারান।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ফারুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটিকে রেলগুমটি এলাকায় আটক করা হয়েছে। বর্তমানে যান চলাচলা স্বাভাবিক রয়েছে।
বিডি প্রতিদিন/এএ