নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ের বেইলর এলাকায় রাস্তার পাশে পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে প্রেরণ করে।
সোনারগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, ৯৯৯ নাম্বারে কল পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোনও জায়গায় যুবককে হত্যা করে এখানে রাস্তার পাশে লাশ ফেলে গেছে অজ্ঞাত দূর্বৃত্তরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ