বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন ও সমাবেশ করেছে। এতে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলার সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা সাড়ে ১১টায় শহরের সাতমাথায় এই মানববন্ধন ও সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, জেলার ভারপ্রাপ্ত সভাপতি কমরেড ফজলুর রহমান ও বাসদ বগুড়া জেলা সদস্য শ্যামল বর্মন প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই