খুলনার গল্লামারীতে রাইসা ক্লিনিকের পরিচালক ডা. আব্দুর রকিব খান হত্যা মামলায় দুইজনকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। ২০২০ সালে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ডা. রকিব খান নিহত হয়।
সোমবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-মো. জমির আলী শেখ ও আব্দুল কুদ্দুস। এছাড়া মামলায় তিনজনকে বেকসুর খালাস প্রদান করা হয়। তারা হলেন-খাদিজা বেগম, গোলাম মোস্তফা ও নূর নাহার বেগম।
জানা যায়, নগরীর মোহাম্মদ নগর এলাকার আবুল আলীর স্ত্রী শিউলী বেগমকে ২০২০ সালের ১৪ জুন সিজারের জন্য রাইসা ক্লিনিকে ভর্তি করা হয়। ওই দিন বিকেল পাঁচটায় অপারেশন হয়। বাচ্চা ও মা প্রথমে সুস্থ ছিলেন। পরে রোগীর রক্তক্ষরণ শুরু হলে ১৫ জুন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসকরা রক্তক্ষরণ বন্ধ করতে না পেরে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে ১৫ জুন রাতে শিউলী বেগম মারা যান।
প্রসূতির মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে ওই রাতে ডা. রকিবকে বেধড়ক মারপিট করে। এসময় মাথায় আঘাত লাগায় তার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। ১৬ জুন আবু নাসের হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার পর পুলিশ পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয়।
বিডি প্রতিদিন/এমআই