চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চোর সন্দেহে মানিক আলী (৩২) ও ডালিম আলী (৩৬) নামে দুই যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। আহত মানিক বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা এলাকার মিয়াপাড়া গ্রামের আয়েস উদ্দিনের ছেলে ও ডালিম আলী হচ্ছে একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
তবে পরে জানা যায়, সাইকেল মালিকের বন্ধুই তাকে না বলে সাইকেল নিয়ে গিয়েছিল। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।
জানা গেছে, রবিবার সন্ধ্যায় শিমুলতলা এলাকায় একটি দোকানের সামনে স্থানীয় বাসিন্দা আলামিনের ছেলে নুরের একটি বাইসাইকেলটি রাখা ছিল। কিন্তু কিছুক্ষণ পরে বাইসাইকেলটি হারিয়ে গেলে বেশ কিছুক্ষণ খুঁজোখুঁজি করেও পায়নি নুর। এতে মানিক আলীকে সন্দহ করে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে খবর পাওয়া যায় সাইকেল মালিক নুরের বন্ধু তরুণ সাইকেলটি নিয়ে গেছে। পরে তার বাড়ি থেকে সাইকেলটি উদ্ধার করা হয়। এদিকে গুরুতর আহত মানিক আলীকে স্থানয়ীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় এবং ডালিম আলীকে তার পরিবার তাকে বাড়ি নিয়ে যায়।
এ ঘটনায় আহত আহত মানিক আলী বলেন, তিনি সন্ধ্যার পরে জেলা শহর থেকে বাড়ি এলে হঠাৎ স্থানীয় বাসিন্দা নুর, জুয়েল, হৃদয়, জুবায়ের, রিমন, মোরসালিন, রাকিব আলী, বাবু, হাসিবসহ প্রায় ১০ জন অজ্ঞাত ব্যক্তি তাকে সাইকেল চোর সন্দেহে বাড়ি থেকে মরতে মারতে উঠিয়ে নিয়ে যায়। পরে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে নিয়ে গিয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। এসময় সে সাইকেল চুরি করেনি বলে জানালেও তাকে না ছেড়ে আরও পিটুনি দেয়া হয়। এ বিষয়ে জানতে সাইকেল মালিক নুরকে মুঠোফোন কল দিয়ে সাংবাদিক পরিচয় দিতেই তিনি ফোন কেটে দেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মেহেদি হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে তিনি খবরটি পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মানিক আলীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম