গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র (ভারপ্রাপ্ত ) আসাদুর রহমান কিরণ বলেছেন, নগর উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। মানুষের হাতের নাগালেই রয়েছে নাগরিক সেবা।
সোমবার দুপুরে ৩৯নং ওয়ার্ডের ছালিম সরকার স্কুল রোডের কার্পেটিং কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন টঙ্গী ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন। ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মৃর্ধাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী। প্রধান অতিথি আরো বলেন, দায়িত্বে যতক্ষণ থাকব, ততক্ষণ মানুষের সেবা করে যাব। কোনো অন্যায়ের সাথে আপোষ করব না।
বিডি প্রতিদিন/এএম