নাটোরে একটি ইজিবাইকসহ কাজল হোসেন (২৪) নামে সংঘবদ্ধ চোর চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র্যাব-৫। সোমবার সকাল ৭টার দিকে নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল হোসেন নওগাঁর বদলগাছী থানার কাশিমালা এলাকার আমজাদ হোসেনের ছেলে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন।
র্যাব জানায়, রবিবার রাতে নাটোর শহরের চৌধুরী বড়গাছা এলাকার আব্দুর রহিমের ছেলে রুবেল হোসেন তার বসতবাড়ীর একটি টিনের ঘরে ইজিবাইকটি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ভোরে তিনি ঘরে গিয়ে দেখেন, কেউ টিনের ঘরের তালা ভেঙ্গে ইজিবাইক চুরি করে নিয়ে গেছে। পরে তিনি বিষয়টি র্যাবকে জানালে সকাল ৭টার দিকে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেনের নেতৃত্বে শহরের মাদ্রাসামোড় এলাকায় অভিযান চালিয়ে ইজিবাইক জব্দ ও কাজল হোসেনকে গ্রেফতরা করা হয়। পরে গ্রেফতারকৃতের বিরুদ্ধে নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়।মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএ