চাঁদপুরে অর্ধশতাধিক প্রতিযোগীর অংশগ্রহণে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের উদ্যোগে অনন্যা পিঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁদপুর রোটারি ক্লাব হল রুমে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৌর মেয়র মো. জিল্লুর রহমান।
লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট শারমিন আক্তার জুঁই’র সভাপতিত্বে বিশেষ অতিথি ও প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন লবি রহমান’স কুকিং ফাউন্ডেশনের ফাউন্ডার লবি রহমান। ফাউন্ডেশনের ট্রেজারার তানজিলা রহমান জুম্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেন্ট্রাল ট্রেজারার পলিন ডি রোজারিও, মেহেরপুর প্রেসিডেন্ট নয়না আফরোজ ও বিশিষ্ট লেখক মাহবুবুর রহমান সেলিম।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র তুলে দেন প্রধান অতিথি পুনাক চাঁদপরের সভানেত্রী ডা. আফসানা শর্মী। অংশগ্রহণকারী সোনিয়া আহমেদ, জান্নাতুল মাওয়া, সাহিদা আক্তার, আয়েশা আক্তার কাজল, মুনিরা বাদল, সুরাইয়া আহমেদ ঢাকা রাওয়া ক্লাবের পিঠা প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যাতা অর্জন করেন। আনুষ্ঠানিকতা শেষে আমন্ত্রিত অতিথিরা ও বিচারকরা অংশ নেয়া বিভিন্ন প্রতিযোগীদের পরিবেশনা পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই