ঢাকার ধামরাই পৌরসভার উদ্যোগে ‘বিশ্ব ভালবাসা দিবস’এ কয়েকটি হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘তামাক ও মাদকমুক্ত দেশ’ গড়ার অঙ্গীকার করা হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে র্যালি ও আলোচনা সভাও করা হয়। এসব অনুষ্ঠানে নেতৃত্ব দেন ধামরাই পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি বেনজীর আহমদ, সাভার পৌরসভার মেয়র মো. আব্দুল গণি, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশীদ সুজন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, নাটোরের সিংড়া পৌরসভার জান্নাতুল ফেরদৌস,সিঙ্গাইর পৌরসভার মেয়র আবু নাঈম মুহাম্মদ বাশার, ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই থানার ওসি আতিকুর রহমান, ধামরাই পৌরসভার সকল কাউন্সিলরসহ জেলা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ধামরাই পৌরসভার মেয়র গোলাম কবির জানান, তামাক ও মাদক দেহের প্রচুর ক্ষতি করে। মাদক ও তামাকমুক্ত করে মানুষ যাতে সুন্দর ও সুস্থভাবে বাঁচতে পারে সে লক্ষ্যেই আমরা কাজ করছি।
বিডিপ্রতিদিন/কবিরুল