১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৪:৪৮

টেকনাফে র‌্যাবের অভিযানে ১২ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‌্যাবের অভিযানে ১২ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২ হাজার পিস ইয়াবাসহ দু'জনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। 

আটকরা হলেন- টেকনাফ পৌরসভা ১নং ওয়ার্ড নাইট্যংপাড়ার আব্দুর রহমানের ছেলে কামাল হোসেন(৩৩) ও একই এলাকার কাশেমের ছেলে মফিজুল রহমান (৩২)। 

কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী গণমাধ্যকে জানান, রবিবার রাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। এরপর তারা টেকনাফ থানাধীন পৌরসভাস্থ নাইট্যংপাড়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে অভিযান পরিচালনা করে। 

অভিযানে দু'জন মাদক ব্যবসায়ীকে আটক করে। এরপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তিদের দেহ ও আশপাশ এলাকা তল্লাশি করে সর্বমোট ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ তারা ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয় উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর