কক্সবাজারের টেকনাফে নাইট্যংপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানাধীন পৌরসভাস্থ নাইট্যং পাড়া জামালের জোড়া প্যারাবনের মধ্যে পাচারের উদ্দেশ্যে মাদকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন প্যারাবনের ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ১টি বস্তা দেখা যায়। এসময় কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ১১৯ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করতে সক্ষম হয়। উক্ত সময়ে আশেপাশে কোন পাচারকারী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিডি প্রতিদিন/এএ