১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:২৯

গৌরনদীতে বাস-নসিমন সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

গৌরনদীতে বাস-নসিমন সংঘর্ষে নিহত ১

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমন চালক রানা প্যাদা (২৬) নিহত হয়েছেন। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর তারাকুপি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত রানা প্যাদা ওই উপজেলার বার্থী ইউনিয়নের বেঁজগাতি গ্রামের মো. সিরাজ প্যাদার ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান, নসিমন নিয়ে চালক রানা প্যাদা পাশ্বর্তী আগৈলঝাড়ার দিকে যাচ্ছিল। বেলা সাড়ে ১২টার দিকে তাঁরাকুপি এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী একটি বিআরটিসি বাসের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নসিমনটি বিধ্বস্ত হয় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ উদ্ধার অভিযান চালিয়ে বাসের তলানী থেকে নসিমন চালক রানা প্যাদার মস্তকবিহীন মরদেহ, বিচ্ছিন্ন মাথা ও একটি হাত উদ্ধার করেন। পুলিশ বাস ও নসিমনটি আটক করেছে। দুর্ঘটনায় বাসের দুই আহত যাত্রীকে ভর্তি করা হয়েছে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে। পুলিশ বাস ও নসিমনটি জব্দ করেছে বলে হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল সরকার জানান। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর