মেহেরপুরে ৩৪ জন মুক্তিযোদ্ধাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর ‘বীর নিবাস’ এর চাবি হস্তান্তর করা হয়েছে।
বুধবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসক, গাংনী ও মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নিজ নিজ উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।
এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ১১টি, মুজিবনগর উপজেলায় ১১টি এবং গাংনী উপজেলায় ১২টি বীর নিবাস রয়েছে। পর্যায়ক্রমে দরিদ্র, অসহায় ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সকলেই প্রধানমন্ত্রীর এই উপহার পাবেন বলে মেহেরপুর জেলা প্রশাসন জানায়।
বিডি প্রতিদিন/এমআই