রাজশাহীর চারঘাটে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন পুঠিয়া উপজেলার তেতুলপুকুর এলাকার তজিবুর রহমানের ছেলে অনিক আহম্মেদ (১৮) এবং একই এলাকার আমিনুল ইসলামের ছেলে মুরাদ আহম্মেদ (১৬)। শুক্রবার বিকালে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম জানান, শুক্রবার বিকালের দিকে পুঠিয়া উপজেলা দুই তরুণ মোটরসাইকেল নিয়ে চারঘাটের দিকে আসার পথে চারঘাট-বানেশ্বর মহাসড়কের নাওদাড়া মহিলা রোডের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুইজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনিক মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে মুরাদের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটি জব্দ করেছে।
বিডি প্রতিদিন/হিমেল