নাটোর শহরতলীর দত্তপাড়ায় শুক্রবার দ্রুতগামী ট্রাকের চাপায় মোটর সাইকেল আরোহী শাকিল আহমেদ (৩৩) ঘটনাস্থলেই মারা গেছেন। নিহত শাকিল শহরের বড় হরিশপুর এলাকার নাটোর জেলা বিএনপি সদস্য শাহজাহান আলীর একমাত্র ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শাকিল নাটোর বড় হরিশপুর মোড়ের বাসা থেকে মোটর সাইকেল নিয়ে নাটোর-ঢাকা মহাসড়ক দিয়ে প্রায় দেড় কিলোমিটার দূরের দত্তপাড়ায় বাজার করতে যাচ্ছিলেন। এসময় পিছনে থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই শাকিল মারা যান।
তিন বছর আগে সিরাজগঞ্জে বিয়ে করা একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা শাহজাহান আলী ও মা সালেহা বেগম নির্বাক হয়ে গেছেন। শাকিলের এমন মর্মান্তিক মৃত্যুতে শুক্রবার দুপুরে তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ এ এম এন মাসুদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় অপমৃত মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল