‘অমিত মুহুরী তার জন্য কিনে আনা খাসির মাংসের অর্ধেকটা ভাগ করে খেতে দেন রিপন নাথকে। অমিতের খাবার ভাগাভাগি করে খান রিপন। খাবার খেয়ে অমিত, রিপন এবং বেলাল ঘুমিয়ে পড়েন কারাগারে। অমিতের চিৎকারে ঘুম ভেঙ্গে যায় বেলালের! উঠে দেখেন ৩২ সেলের ৬ নম্বর কক্ষ রক্তে ভেসে যাচ্ছে। অমিত ও রিপন দুই জনে এক বাটি মাংস ভাগ করে খেয়েছেন। তারপর এক ঘণ্টা না যেতেই রিপন খুন করেন অমিতকে!’ এভাবেই চট্টগ্রামের অমর একুশে বইমেলার চট্টগ্রাম প্রেসক্লাবের স্টলে দাঁড়িয়ে সাংবাদিক আহমেদ কুতুবের কারাগারের অন্দরমহল বইটি পড়ছেন এক শিক্ষার্থী। নগরের হাজী মহসিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এনামুল হক যেন এসব ঘটনা দেখছেন নিজের চোখেই। কিছুটা আনমনে আবার পড়তে শুরু করেন তিনি।
শুক্রবার নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বইমেলায় ছুটির দিনে এভাবে দেখা মেলে নানা বয়সের বইপ্রেমীদের। সাপ্তাহিক ছুটির দিনে আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন তরুণ-তরুণীরা।
এছাড়াও শুক্রবার জুমার নামাজের পর রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত অমর একুশে বইমেলায় ১৪০টি স্টল রয়েছে। ঢাকা ও চট্টগ্রামের ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিয়েছে।
বইমেলার পাশেই জিমনেশিয়াম হলে থাকছে প্রতিদিন রবীন্দ্র ও নজরুল উৎসব, ছড়া ও কবিতা পাঠের আসর এবং বসন্ত উৎসবসহ নানা আয়োজন। তবে পাঠকদের আনাগোনা বাড়লেও সেভাবে বিক্রি নেই বলে দাবি করেছেন প্রকাশকরা।
মেলায় পাওয়া যাচ্ছে সাংবাদিক আবু মোশাররফ রাসেলের গল্পগ্রন্থ ‘মায়াভবন’। এছাড়াও মুক্তিযুদ্ধের ওপর লেখা উপন্যাস, গল্প, বাঙালির ইতিহাস ঐতিহ্য, চট্টগ্রামে মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোটদের গল্প ও কবিতার বই, বড়দের জন্য রয়েছে কবিতার বই, গল্প, উপন্যাস।
চসিক বইমেলা কমিটির আহবায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ (মঞ্জু) বলেন, মেলায় ক্রেতার উপস্থিতি দিন দিন বাড়ছে, বইপ্রেমীরা ভিড় করছেন। আমরা আশাবাদী, মেলায় বইপ্রেমীদের ভিড় শেষ দিন পর্যন্ত থাকবে। বিকিকিনিও ভাল হচ্ছে। বন্ধের দিন শুক্র-শনিবার বেশি মানুষ আসে। বইমেলা শুরুর পর পাঁচ দিনে ১৫ লাখ ৩৫ হাজার ৫৮০ টাকার বই বিক্রি হয়েছে ১০৮ প্রকাশনার স্টলে।
অক্ষরবৃত্ত প্রকাশনীর কর্ণধার আনিস সুজন বলেন, মেলায় ভিড় বাড়তেছে ঠিক আছে কিন্তু সেভাবে বিক্রি হচ্ছে না। ঢাকার বইমেলার একগুণ বই বিক্রি হচ্ছে। ঢাকায় আমাদের স্টলে যেভাবে বিক্রি হচ্ছে তা এখানে হচ্ছে না। তবে অনুবাদ, উপন্যাস ও গল্পের চাহিদা আছে মোটামুটি।
বিডি প্রতিদিন/নাজমুল