আওয়ামী লীগ খাগড়াছড়ি সদর উপজেলা শাখার অভিষেক অনুষ্ঠান, পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এই অভিষেক অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সনজীব ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী পদ-মর্যাদা শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ উপলক্ষে খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাঙগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, হিরন জয় ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা, জেলা যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা ও উপজেলা সহ দপ্তর সম্পাদক মো. ইলিয়াছ উজ্জামান। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিডি প্রতিদিন/হিমেল