স্বাধীনতাবিরোধী চক্রের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ মাঠে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামসুর রহমান (ভিপি লিটন), দূর্গাপুর পৌরসভার উপনির্বাচনে নির্বাচিত মেয়র আব্দুস সালাম, সাবেক মেয়র শ ম জয়নাল আবেদীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উসমান গণি তালুকদারসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বিএনপি আমলে আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।বিডি প্রতিদিন/এএম