শিরোনাম
১৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১৯:১৬

গাজীপুরে ৪ জুয়াড়ি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে ৪ জুয়াড়ি গ্রেফতার

অনলাইন জুয়া খেলায় কোটি কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে চার জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সারা বছরে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি ক্রিকেট, ফুটবললীগ, টেনিস এবং বর্তমানে বিশ্বকাপ ফুটবল খেলার মাধ্যমেও প্রধানত অনলাইনে ডিজিটাল কয়েন লেনদেন করে জুয়া খেলা হতো।

শনিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। 

গ্রেফতারকৃতরা হলো-ফরিদপুরের সদরপুর থানাধীন চর নাসিরপুর এলাকার মৃত কুদ্দুস হাওলাদারের ছেলে সোহেল (২৮), গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার টাংকিরপাড় এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫), একই থানার পূর্ব চান্দনা এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে রেজাউল হাসান ওরফে রিয়াজ (৩৪) ও ভোড়া এলাকার মৃত গোলাম কিবরিয়ার ছেলে মোঃ মাসুম (২৫)।

জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: শামছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে অনলাইন জুয়াড়ি চক্রের ৪সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের ব্যবহৃত মোবাইল, মেসেঞ্জার, হোয়টাস অ্যাপ চ্যাটিং ও এমএফএস (বিকাশ/নগদ/রকেট) যাচাই করে দেখা যায় যে, তারা ই-ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন করে বিপুল পরিমান টাকা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে।

এ ঘটনায় পুলিশ জিএমপি’র সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু এবং সিআইডি কর্তৃক মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর