বাগেরহাটে সামুদ্রিক মাছে ক্ষতিকর রং দিয়ে বিক্রির অপরাধে মো. আকবর সরদার নামের এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার সকালে বাগেরহাট শহরের প্রধান মৎস্য অবতরন কেন্দ্র কেবি বাজার এলাকায় অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা আদায় করে।
বাগেরহাট জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, বাগেরহাট শহরের প্রধান মৎস্য অবতরন কেন্দ্র কেবি বাজার এলাকায় ক্ষতিকর রং দিয়ে সামুদ্রিক মাছ বিক্রি করা হয় এমন অভিযোগের ভিত্তিতে রবিবার সকালে অভিযান চালানো হয়। এসময়ে মাছ ব্যবসায়ী মো. আকবর সরদার সতেজ দেখানোর জন্য সাগরের জাভা, ভোলা ও তুলার ডাটি মাছে ক্ষতিকর রং মেশাচ্ছিলেন। আমরা তাকে হাতে নাতে ধরে ফেলি। ক্ষতিকর রং মিশিয়ে সাদা মাছ রঙিন করার অপরাধে ওই মাছ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা বিপুল পরিমান ক্ষতিকর রং মেশানো মাছ ধ্বংস করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল