১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩১

লালমনিরহাটে দুই জেএমবি সদস্যের ৪২ বছরের সশ্রম কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে দুই জেএমবি সদস্যের ৪২ বছরের সশ্রম কারাদণ্ড

প্রতীকী ছবি

লালমনিরহাটে দুই জেএমবি সদস্যের পৃথক মামলায় ৪২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত। আজ সকাল ১১ টায় লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ৬(১) ঈ ৬(২) ধারায় ১৪ বছর অনাদায়ে দুই হাজার টাকা, ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের ১০ ধারায় ১৪ বছর অনাদায়ে দুই হাজার টাকা ও সন্ত্রাস বিরোধী আইনের ১৩ ধারায় ১৪ বছর দুই হাজার টাকা করে মোট তিন মামলায় দুইজনকে ৪২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় মামলাগুলো থেকে চারজনকে খালাস দেন আদালত। 

এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে সরকারি কৌঁশলী মো. আকমল হোসেন বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অপরাধে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান আসামিদের উপস্থিতিতে ২০০৯ সন্ত্রাস বিরোধী আইনের তিনটি মামলায় পৃথক ভাবে ১৪ বছর করে সাজা দিয়েছেন। আর চারজনকে খালাস দিয়েছেন আদালত। তবে সাজাপ্রাপ্তদের তিনটি মামলার সাজা একই সাথে শুরু হবে বলে তিনি জানান।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর