২০ ফেব্রুয়ারি, ২০২৩ ২১:৪৪

ভালুকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভালুকায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ভালুকায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন হয়েছে। সোমবার সকালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, এইচআই, এসআই, এইচএসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মোট লক্ষ্যমাত্রার ৯৯ ভাগ শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৮৬৭৭ জন শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৬৫ হাজার ৭৮৫ জনকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর