২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১৩:২৭

আশুলিয়ায় চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণ, মা-দুই মেয়ে দগ্ধ

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় চুলায় আগুন ধরাতেই বিস্ফোরণ, মা-দুই মেয়ে দগ্ধ

প্রতীকী ছবি

রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার একটি বাসায় রান্নাঘরে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক নারী ও তার দুই মেয়ে দগ্ধ হয়েছেন।

শনিবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- ইয়াসমিন (৪০) ও তার দুই মেয়ে শিমু (১৭) ও লতিফা (১৩)। আশঙ্কাজক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ ইয়াসমিনের খালাতো ভাই সুজা উদ্দিন আহমেদ বলেন, তারা আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন। স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় কাজ করেন ইয়াসমিন ও তার বড় মেয়ে শিমু। ভোরে তারা কর্মস্থলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন ছোট মেয়ে লতিফা রান্না করতে যায়। এ সময় দিয়াশলাই জ্বালাতেই রান্নাঘরে বিকট শব্দে বিস্ফোরণ হয়। চিৎকার শুনে পাশের বাসা থেকে তিনি ওই বাসায় গিয়ে দেখেন তাদের তিনজনের শরীরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসাপাতালে নিয়ে আসি।

ধারণা করা হচ্ছে, রাতে গ্যাসের চুলাটি খোলা ছিল। এতে গ্যাস বের হয়ে তা রান্নাঘরে জমে ছিল। সকালে দিয়াশলাই জ্বালাতেই সেই গ্যাসে আগুন ধরে পুরো রান্নাঘরে ছড়িয়ে পড়ে। 

দগ্ধদের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বলারহাট গ্রামে বলে জানা গেছে। 

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক আইয়ুব হোসেন বলেন, তাদের তিনজনের শরীরের অনেকাংশ দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি রাখা হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর