সারাদেশে বিএনপি জাময়াাতের নৈরাজ্যে ও সহিংসতার প্রতিবাদে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপির সভাপত্বিতে শনিবার বিকালে মেহেরপুর শহিদ শামসুজ্জোহা নগর উদ্যানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধাররণ সম্পাদক অ্যাড ইব্রাহিম শাহিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা আয়ুব হোসেন, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহ- জামান, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবল আলম শান্তি, মেহেরপুর মহিলা যুবলীগের আহবায়ক সামিরা বশিরা পলি, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম