সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামে দুর্বৃত্তের দেওয়া আগুনে বীর মুক্তিযোদ্ধার বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে বাড়ির খড়ের ঘরে এ আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগী সূত্র জানায়, আগুনে আধাপাকা ঘর, আসবাবপত্র, গৃহস্থালির মালামাল, গবাদিপশু ইত্যাদি পুড়ে গেছে।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধার স্ত্রী আনোয়ারা বেগমের অভিযোগ, ক্ষতি সাধনের জন্য প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে। দুই বছর আগে তাদের হাতেই তার এক সন্তান খুন হয় বলে অভিযোগ করেন তিনি। তিনি বলেন, সিআইডি সেই খুনের ঘটনা তদন্ত করছে। ভয়ে যাতে আমরা মামলা থেকে সরে দাঁড়াই এ জন্য তারা আমার বসতঘরে আগুন দিয়েছে। আমি এর বিচার চাই।মুক্তিযোদ্ধার ভাই তাজুদ আলী বলেন, আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সব পুড়ে ছাই হয়ে গেছে। কোনোমতে জীবন বাঁচাতে পেরেছি।
সুনামগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালী আশরাফ খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুন লাগানোর অভিযোগ তদন্তপূর্বক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল