জয়পুরহাটে ভাদসা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের সম্মাননা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার ভাদসা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু, জেলা পরিষদের চেয়ারম্যান খাজা শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহসভাপতি রাজা চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন স্বাধীন, দোগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল আলম সুমন, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ফলে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের চেয়ে শিশুকে মেধাবী হিসেবে গড়ে তুলতে পুঁজি বিনিয়োগ করা প্রয়োজন। আর তাতে সফলতা পেতে হলে ছাত্র শিক্ষক ও অভিভাবকের মাঝে সেতু বন্ধন গড়ে তুলতে হবে।সমাবেশ শেষে ভাদসা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত বহুতল একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামসুল আলম দুদু।
বিডি প্রতিদিন/এএ