২ মার্চ, ২০২৩ ২১:৩০

বাগেরহাটে ডেইরি ফার্মে দুর্বৃত্তের আগুনে ১৬টি গাভী দগ্ধ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ডেইরি ফার্মে দুর্বৃত্তের আগুনে
১৬টি গাভী দগ্ধ

বাগেরহাটে দুর্র্বৃত্তের দেয়া আগুনে একটি ডেইরি ফার্মের ১৬টি গাভী দগ্ধ হয়েছে। এর মধ্যে একটি মারা গেছে। বুধবার গভীর রাতে সদর উপজেলার চাপাতলা গ্রামের নাজমুল আলম রুবেলের শেখ ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এতে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি খামার মালিকের। তবে কে বা কারা আগুন দিয়েছে এ বিষয়ে কিছু জানাতে পারেননি খামার মালিক।

ক্ষতিগ্রস্ত খামার মালিক নাজমুল আলম রুবেল (৩৭) চাপাতলা গ্রামের রুহুল আমিনের ছেলে। কোরিয়ায় প্রবাস জীবন শেষে দেশে ফিরে ডেইরি ফার্ম করেন। তার ফার্মে প্রতিদিন ৯০ লিটার দুধ উৎপাদন হত। মিল্ক ভিটা কোম্পানিকে তিনি দুধ সরবরাহ করতেন। তিনি জানান, বুধবার দিবাগত রাতে গাভীগুলো গোয়ালে রেখে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ রাত ১১টার দিকে কুকুরের ডাকাডাকিতে আমাদের ঘুম ভেঙে যায়। পরে গোয়ালে এসে দেখি গাভীর গায়ে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। দ্রুত দড়ি খুলে দিয়ে গাভীগুলো বাইরে বের করার চেষ্টা করি। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে সবগুলো গাভীই দগ্ধ হয়। পরে একটি গাভী মারা যায়। এ ঘটনায় আমার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়ে গেল। নিঃস্ব হয়ে গেলাম। 

এদিকে ডেইরি ফার্মে আগুনের খবর পেয়ে প্রাণিসম্পদের খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমানসহ কর্মকর্তারা বৃহস্পতিবার  দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। খুলনা বিভাগীয় পরিচালক ডা. লুৎফর রহমান জানান, বিভিন্ন বয়সের ১৬টি গাভী দগ্ধ হয়েছে। একটি গাভী মারা গেছে। কয়েকটি গাভীর শতভাগ চামড়া পুড়ে গেছে। ভেটেরিনারি সার্জনসহ আমরা সবাই মিলে দগ্ধ গাভীর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর