ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার মানসিক প্রতিবন্ধীদের নিয়ে ব্যতিক্রমী আনন্দভ্রমণ ও বনভোজন করলেন পৌর মেয়র আশরাফুল আলম।
আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্থানীয় জোহান ড্রিমভ্যালি পার্কে এই বনভোজনের আয়োজন করেন তিনি।
এ সময় খেলাধুলা,নাচ-গানসহ বিভিন্ন কুইজে মেতে উঠেন মেয়রসহ ওসব সুবিধাবঞ্চিত মানসিক প্রতিবন্ধীরা।
মেয়র আশরাফুল আলম জানান, গত কয়েকদিন আগে কোনো এক কাজে পৌর এলাকার বাসস্ট্যান্ডের দিকে বের হয়েছিলাম। ওই সময় একটি পিকনিকের পরিবহন আমার সামনেই বাসস্ট্যান্ডে থামে এবং পিকনিকে যাওয়া লোকজন নাচ-গান করছিল। হঠাৎ করে ২-৩ জন বুদ্ধিপ্রতিবন্ধী পরিবহনে উঠে পড়ে। সেসময় পরিবহনের লোকজন তাদের নামিয়ে দেয়। আর এটাই স্বাভাবিক। ওই সময় আমি মনে মনে কষ্ট পেয়েছিলাম।’
‘সেইদিন থেকে আমি সিন্ধান্ত নিই। পৌর এলাকার যত প্রতিবন্ধী ও অবহেলিত মানুষ আছে তাদের নিয়ে আমি আনন্দভ্রমণ ও বনভোজন করবো। সেই থেকে তালিকা করে সুবিধাবঞ্চিত মানসিক প্রতিবন্ধীদের নিয়ে আনন্দ ভ্রমণ ও বনভোজন করতে পেরে আজ আমি নিজেই খুব খুশি এবং নিজের কাছে গর্ভবোধ লাগছে।’
১০০ জনের বেশি মানসিক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকেরা বনভোজনে অংশ নিয়ে দুপুরের খাবার খান। খাবারের তালিকা ছিল মাংস, বিরিয়ানি।
পরে বিকালে কুইজে অংশ নেওয়া মানসিক প্রতিবন্ধীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তাছাড়া উপস্থিত প্রত্যেককে টি-শার্ট, লুঙ্গি ও কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ