বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলি এবং একটি চাকুসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামাল হোসেন সরদার (৩২) হিজলার মেমানিয়া এলাকার বাসিন্দা। তিনি ঢাকার টঙ্গি এলাকায় বসবাস করতেন।
হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, কামাল সরদারের বাড়ি হিজলার মেমানিয়া এলাকায়। সে ঢাকার টঙ্গি এলাকায় বসবাস করতো। সম্প্রতি সে গ্রামে ফিরে অস্ত্র নিয়ে বাড়ি অবস্থান করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে গত শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে কামালকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল