গাজীপুরের শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ মার্চ) দিনব্যাপী শ্রীপুর পৌর এলাকার গ্রীনভিউ গলফ রিসোর্টে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। মিলনমেলায় প্রায় পনেরশত শিক্ষক-শিক্ষিকাসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শ্রীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানের সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন প্রমুখ।
মিলনমেলায় প্রধান অতিথি শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্ট করার প্রয়োজনীয়তার কথা বলে তিনি ১০ লাখ টাকা অনুদান ঘোষণা করেন। এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন শিক্ষাবৃত্তি, অসহায়দের পড়ালেখার সুযোগ করে দেয়া ও অসহায় শিক্ষকদের কল্যানে সহযোগিতা করা হবে।
মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সুদিপ্ত মুকুলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরু মোহাম্মদ প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল