৪ মার্চ, ২০২৩ ২০:৫৭

বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় পুকুরে পড়ে সায়েম (২) নামে এক শিশুর মৃত্য হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে উপজেলার সোনাতলা গ্রামে। নিহত সায়েম ওই গ্রামের এমাদুল মাতুব্বরের ছেলে। 

সাউথখালী ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন পানি ডুবে শিশু সায়েমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরের কোনো এক সময় সায়েম বাড়ির পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে তল্লাশি করে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায় শিশুটিকে। পরে তাকে শরণখোলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান স্বজনদের।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর