৬ মার্চ, ২০২৩ ১৭:০৯

ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পাসপোর্ট অফিস থেকে ৬ দালাল আটক

ফরিদপুর শহরের কমলাপুরে অবস্থিত আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে ৬ দালালকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

রবিবার বিকেলে তাদের আটক করার পর সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে কতিপয় দালাল বিভিন্ন জনের কাছ থেকে টাকার বিনিময়ে পাসপোর্টের কাজ করে আসছিল। তারা বিভিন্ন সময় পাসপোর্ট করতে আসা ব্যক্তিদের নানাভাবে হয়রানি করতো। একজন ভুক্তভোগীর অভিযোগের ভিক্তিতে পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করা হয়। এসময় দালালির অভিযোগে আল আমিন মেখ (২৮), আবু রাসেল (৪২), ইমরান হোসেন শেখ (২২), মো. ফয়সাল ভুইয়া (২৬), রাজিব মোল্লা (২৮) ও মো. রাব্বি মোল্লাকে (২৮) আটক করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর