বাগেরহাটে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের শহীদ মিনার সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ পালনে বাগেরহাটের জেলা প্রশাসক মোহম্মদ আজিজুর রহমান প্রথমে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, বিভিন্ন সরকারি দফতর, স্কুল ও কলেজসহ সামাজিক-সাংষ্কৃতিক সংগঠনসমূহ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিডি প্রতিদিন/কালাম