ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে শহরের শহীদ রফিক সড়কের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ