বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন করা হয়েছে। জেলা প্রশাসন,জেলা শিশু একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর ছাড়াও রাজনৈতিক সামাজিক সংগঠন নানা কমসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর জীবনভিত্তিক ডকুমেন্টারি ও চলচিত্র প্রদর্শন, কুইজ, রচনা, অসমাপ্ত আত্মজীবনী, আমার দেখা নয়াচীন, ৭ মার্চের ভাষণ নিয়ে প্রতিযোগিতা।
মঙ্গলবার সকাল ৯ টায় রাষ্ট্রের পক্ষে বরগুনার মুজিব অঙ্গণে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। এরপর বিভিন্ন সরকারি ও সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠান সেখানে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৯টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে বঙ্গবন্ধুর জীবনীর ওপরে চিত্র প্রদর্শনী অনুুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। আলোচনা সভাশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এবং ৭ মার্চের ভাষণ প্রচার করে।
বিডিপ্রতিদিন/কবিরুল