কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীতে জেগে ওঠা চর ভগবতীপুর। এ দুর্গম চরাঞ্চলের শিক্ষার্থী ও চরবাসীদের বই পাঠে উৎসাহিত করতে শুরু হয়েছে পাঠাগার কার্যক্রম।
নবনির্মিত চর ভগবতীপুর উচ্চ বিদ্যালয়ে এ পাঠাগারের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন মঞ্জু।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেদুল হাসান, গুড নেইবারস প্রকল্প পরিচালক জোসেফ টুটুল বিশ্বাস ও ইউসুফ আলমগীর এসময় উপস্থিত ছিলেন।
বেসরকারি উন্নয়ন সংগঠন গুড নেইবারসের সহযোগিতায় চরের এই পাঠাগারে স্থানীয় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে বই পাঠের সুযোগ পাবে।
এছাড়াও চরে বসবাস করা মানুষজনও এ পাঠাগার থেকে বই নিয়ে নিয়মিত পাঠ করতে পারবেন বলে জানান উদ্যোক্তারা। চর ভগবতীপুর গ্রন্থাগারের পাশাপাশি বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু কর্নারও চালু করা হয়েছে। যেখানে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের পাশাপাশি বিভিন্ন আলোকচিত্র স্থান পেয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল