ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বোয়ালমারী দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহ্জাহান মৃধা পিকুলসহ উপজেলা নেতৃবৃন্দ।
সকাল ৯টায় প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বোয়ালমারী পৌরসভা, থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা, পৌর শাখা, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সামাজিক সংগঠন ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইনের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন, পৌর মেয়র সেলিম রেজা লিপন, অফিসার ইন চার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নাহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান মৃধা পিকুল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশিদ মোল্যা।
বিডি প্রতিদিন/এএম