টাঙ্গাইলের সখীপুরে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সোমবার রাত প্রায় ১০টার দিকে সাগরদিঘী-ঢাকা সড়কের বড়চওনা বাজারে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার শিরিরচালা গ্রামের মো. সূর্যত আলীর ছেলে এবং বড়চওনা বাজারের ইলেকট্রনিক্সের দোকানদার।
প্রতক্ষ্যদর্শীরা বলেন, মালবাহী একটি ট্রাক বড়চওনা বাজারে আসলে মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। টাঙ্গাইল নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানায় তার পরিবার।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এ নিয়ে পরিবারের কোন আপত্তি না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ