ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রংপুরে জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি মোহা. আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা ও জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।
এছাড়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধুর ম্যুরালে গার্ড অব অনার প্রদান করেন মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এরপর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোরদের ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, আলোচনা সভা ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই