কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে আদালতের নির্দেশে মো. ফাহিম(৩) নামে এক শিশুর মরদেহ দাফনের ১৩ দিন পর কবর থেকে উত্তোলন করেছে পুলিশ।
মো. ফাহিম উপজেলার হোয়াইক্যং ৭নং ওয়ার্ডের নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া এলাকার হেলাল উদ্দিনের ছেলে।
মঙ্গলবার বিকালে টেকনাফের হোয়াইক্যং নয়াবাজার পুর্ব সাতঘরিয়া পাড়া এলাকার কবরস্থান থেকে শিশু ফাহিমের মৃতদেহটি নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরীর উপস্থিতিতে কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।মামলার তদন্তকারী কর্মকর্তা টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ-আল ফারুক বলেন, শিশু মো. ফাহিম হত্যা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার কবর স্থান থেকে শিশু মো. ফাহিমের মৃতদেহটি কবর থেকে উত্তোলন করা হয়। মৃতদেহ উত্তোলন করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শিশু মো. ফাহিমের মৃত্যুর বিষয়ে আরও বিস্তারিত জানতে মৃতদেহটি কবর থেকে তোলা হয়েছে। এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে বিস্তারিত আরো জানা যাবে।
তবে এ ঘটনায় মো. ফাহিমের সৎ মা মামলার ১নং আসামি শাকিলা আক্তারকে গত ২৪ ফেব্রুয়ারি তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছিল।
এ ব্যাপারে টেকনাফ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী বলেন, অধিকতর তদন্তের স্বার্থে টেকনাফ মডেল থানার মামলার তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশের একটি টিম নিয়ে আদালতের নির্দেশে উপজেলার হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার কবর স্থান থেকে ওই শিশুর মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত