৮ মার্চ, ২০২৩ ১৫:৫১

আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

মানিকগঞ্জ প্রতিনিধি

আন্তর্জাতিক নারী দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও এলজিইডির যৌথ আয়োজনে বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বেউথা সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পৌরসভার মেয়র রমজান আলী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব ও এডিএম সানজিদা ইয়াসমিনসহ অন্যরা বক্তব্য রাখেন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর